Friday, May 7, 2021

ভালোবাসি প্রিয়

প্রিয় ভালোবাসলে ভালেবাসার মতো ভালোবাসতে হয়,,,ভালোবাসি মানে ৩৬৫ দিনই ভালোবাসি, ভালোবাসি মানে তুমি ভালো না বাসলেও ভালোবাসি,ভালোবাসি মানে তুমি কাছে না থাকলে তবুও প্রতিটা মূহুর্তে তোমায় অনুভব করা,ভালেবাসি মানে ভালো,মন্দ, সব রঙকেই ভালেবাসি,ভালেবাসি মানে ভালোবাসার মানুষের মতো নিজেকে মানিয়ে নেওয়া, ভালোবাসি মানে একসাথে হাতটা ধরে দুজনেই একে অপরের সপ্ন পূরণ করা, ভালোবাসি মানেই শেষ নিঃশেষ পযন্ত পাশে থাকার নাম,ভালোবাসি মানে একসাথে দুজনের হাতটা ধরে বৃদ্ধ হওয়া, ভালোবাসি মানে তোমার সকল অস্তিত্বে জুড়ে শুধু মাএ তোমাকেই অনুভব করা,ভালোবাসি মানে প্রিয়, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসার প্রায়োজন বোধ করি না,ভালোবাসি মানে তোমার আকাশ ভালোবেসে তোমার সাথে সারাজীবন টা পার করে দিতে চাওয়া,ভালোবাসি মানে আমার প্রতিটি কাব্য, গল্প, উপন্যাসের, পাতায় পাতায় তোমার নামেই সকল প্রেমের কাব্য লেখা,,, আর সেই কাব্যের শেষ লাইন টা হবে খুব বেশি ❤️ভালোবাসি প্রিয়❤️

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home